ত্রিপুরা থেকে বিদ্যুৎ কিনবে সরকার

ত্রিপুরা থেকে বিদ্যুৎ কিনবে সরকার

নিউজ ডেস্ক : ভারতের ত্রিপুরা রাজ্য থেকে প্রতি ইউনিট ৫ রুপি ৫০ পয়সা (৬ টাকা ৬০ পয়সা) দরে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে সরকার। আজ (৯ জানুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দু’দেশের যৌথ বৈঠকে বিদ্যুতের এই দাম নির্ধারণ করা হয়।

সকল অবকাঠামো থাকা স্থাপন করার পরেও দাম জটিলতার কারণে ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানি করা সম্ভব হচ্ছিল না। অবশেষে আজ দু’দেশের যৌথ বৈঠকে এ দাম নির্ধারণ করা হলো।

বৈঠকে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, অতিরিক্ত সচিব ড. আহমদ কায়কাউস এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী মানিক দে, ত্রিপুরার মুখ্য সচিব এস কে রাকেশ, ভারতের কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ বিভাগের পরিচালক ঘনশ্যাম প্রসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা উভয় দেশ ঐকমত্যে পৌঁছেছি। ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানিতে আর কোনও বাধা রইল না।’favicon5

Sharing is caring!

Leave a Comment