নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপনে নিষেধাজ্ঞা

নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপনে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক : নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। আজ (২৪ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সালমা জাহান স্বাক্ষরিত এ আদেশে বলা হয়, শিক্ষানীতি অনুযায়ী প্রথম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত প্রাথমিক স্তর হিসেবে বিবেচিত। সে হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী বা নিম্ন মাধ্যমিক স্তরও প্রাথমিক স্তরে অন্তর্ভুক্ত হবে।
এ কারণে এই নিম্ন মাধ্যমিক স্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন হস্তান্তর করা হবে। তাই নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপন বা শাখা খোলা আপাতত স্থগিত থাকবে।favicon594

Sharing is caring!

Leave a Comment