দেশে শিক্ষার হার ৬১ শতাংশ

দেশে শিক্ষার হার ৬১ শতাংশ

নিউজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৫ সালের হিসেব অনুযায়ী দেশে শিক্ষার হার ৬১ শতাংশ। ঢাকা-১ আসনের বেগম সালমা ইসলামের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার মন্ত্রী সংসদে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযোগী ৯৭ দশমিক ৯৪ শতাংশ শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ঝরেপড়ার হার কমে ২০ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে এবং শিক্ষাচক্র সমাপনের হার ৭৯ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে।

বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি, ঝরেপড়ার হার কমানো, উপস্থিতির হার বাড়ানো এবং শিক্ষাচক্র সমাপনের হার বৃদ্ধির জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ ইত্যাদির ফলে শিক্ষার হার বৃদ্ধি হয়েছে যোগ করেন মন্ত্রী। favicon59

Sharing is caring!

Leave a Comment