ভারতের সঙ্গে ২শ’ কোটি ডলারের ঋণচুক্তি
প্রমিনেন্ট প্রতিবেদক : বাংলাদেশের সঙ্গে ভারতের ২শ’ কোটি মার্কিন ডলারের ( ১৫ হাজার ৬শ’ কোটি টাকা) ঋণচুক্তি হয়েছে। আজ (৯ মার্চ) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও ভারতের পক্ষে চুক্তিতে সই করেন দেশটির এক্সিম ব্যাংকের চেয়ারম্যান জাভেন্দর মাথুর।
এ ঋণ ১৪টি প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে। এরমধ্যে বিদ্যুৎ, রেল, সড়ক, পরিবহন, তথ্য প্রযুক্তি, জাহাজ চলাচল, স্বাস্থ্য ও কারিগরি শিক্ষার মতো বিভিন্ন সামাজিক ও অবকাঠামোমূলক উন্নয়ন প্রকল্প চিহ্নিত করা হয়েছে। ঋণের জন্য বাংলাদেশকে সুদ দিতে হবে এক শতাংশ হারে। আর কমিটমেন্ট ফি দিতে হবে দশমিক ৫ শতাংশ। ৫ বছরের গ্রেস প্রিয়ডসহ ২০ বছরে ঋণ শোধ করতে।