১৮তম আরব বিজনেসমেন অ্যান্ড ইনভেস্টর্স কনফারেন্সে বক্তব্য দিলেন ড. মো. সবুর খান

১৮তম আরব বিজনেসমেন অ্যান্ড ইনভেস্টর্স কনফারেন্সে বক্তব্য দিলেন ড. মো. সবুর খান

  • নিউজ ডেস্ক

বাহরাইনে অনুষ্ঠিত ১৮তম আরব বিজনেসমেন অ্যান্ড ইনভেস্টর্স কনফারেন্সে বক্তব্য দিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খান। গত ১১-১৩ নভেম¦র বাহরাইনের রিটজ কার্লটন হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষদিন ১৩ নভেম্বর ড. মোঃ সবুর খান ‘ডিআইইউ রোল ইন ইনট্রোডিউসিং ইনোভেশন অ্যান্ড টেকিং কি ইনিশিয়েটিভস টুওয়ার্ডস ফ্যাসিলিটেটিং এন্ট্রাপ্রেনিউয়াল ইকোসিস্টেম : একেস স্টাডি’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও ড. মোঃ সবুর খান ‘এন্ট্রাপ্রেনার্স ইন এডুকেশন’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় অংশ নেন। প্যানেলের অন্যান্য আলোচকরা হলেন, তানজানিয়ার ইউনিভার্সিটি অব দার এস সালামের অধ্যাপক সিমন নাগালম্বা, এগ্রিকালচারাল ইকোনোমিক্স বিভাগের ইজাকিয়েল আইনদে আলানি, নাইজেরিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি ওগবোমসোর লাদোক আকিনতোলা, রুয়ান্ডার ইউনিভার্সিটি অব রুয়ান্ডার পল হাবিনজা, নাইজেরিয়ার ওকাদা এদো স্টেটের ইগবিনদিওন ইউনিভার্সিটির ইন্টালেকচুয়াল প্রপার্টি ট্রান্সফার অফিসের ড. কুইন্থ ওমোইবো, আফি বাবালোলা ইউনিভার্সিটির এন্ট্রাপ্রেনারশিপ এডুকেশন ফর সাসটেইনেবল ডেভলপমেন্ট ইন এগ্রিকালচারের ইউনেস্কো চেয়ার ড. সামুয়েল ইগবাতায়ো প্রমুখ। সেশনটি পরিচালনা করেন সুদানের ইস্ট আফ্রিকা রিজিওনাল অফিস অব দি অ্যাসোসিয়েশন অব আফ্রিকান ইউনিভার্সিটির ড. ফাইজা মোহামেদ ওসমান।

ড. মোঃ সবুর খান তাঁর উপস্থাপিত প্রবন্ধে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ড্যাফোডিল ইউনিভার্সিটির গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন। যেমন: বাংলাদেশে প্রথমবারের মতো ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ চালু করা, ইনোভেশন ল্যাব, স্টার্টআপ মার্কেট, বিজনেস ইনকিউবেটর, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, স্টার্টআপ আইডিয়া ফর ফান্ড ইত্যাদি।

সম্মেলনে বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা, প্রযুক্তি খাতের দিকপাল, রাজনৈতিক ব্যক্তিত্ব, অর্থনীতিবিদ, তারকা এবং নীতি নির্ধারকরা অংশগ্রহণ করেন। সম্মেলনটি উদ্বোধন করেন বাহরাইনের রাজা আল হামাদ বিন ইসা আল খলিফা।

Sharing is caring!

Leave a Comment