দুদকের নতুন চেয়ারম্যান হলেন ইকবাল মাহমুদ

দুদকের নতুন চেয়ারম্যান হলেন ইকবাল মাহমুদ

নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে ইকবাল মাহমুদকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পালন করেন।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকছুদুর রহমান জানান, এই পদে নিয়োগের জন্য গত ২ ফেব্রুয়ারি একটি বাছাই কমিটি গঠন করা হয়। পাঁচ সদস্যেরি এই কমিটির নেতৃত্ব দেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ওই কমিটির সুপারিশক্রমে এই নিয়োগপ্রক্রিয়া চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ এবং এ নিয়োগের মাধ্যমে বর্তমানে দুদকে তিন সদস্যের কমিশন পুনর্গঠিত হলো।

ইকবাল মাহমুদ জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে ২০১৪ সালের ২৯ নভেম্বর  অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। এছাড়াও তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করেছেন।

Sharing is caring!

Leave a Comment