ভারতের চেয়ে সুখী বাংলাদেশ
- নিউজ ডেস্ক
সম্প্রতি বিশ্বের সুখী দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। এই তালিকায় মোট ১৫৭টি দেশকে স্থান দেওয়া হয়েছে। ১৫৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১০তম এবং এই তালিকা অনুযায়ী ভারতের চেয়ে সুখী বাংলাদেশের মানুষ।
আগামী ২০ মার্চ বিশ্ব সুখ দিবস। জাতিসংঘ ঘোষিত এই সুখ দিবসকে সামনে রেখে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
এই তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ ডেনমার্ক। দ্বিতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড। এই তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ভুটান। ভুটানের অবস্থান ৮৪ এবং তারপরেই আছে পাকিস্তান। পাকিস্তান ৯২তম সুখী দেশ। এরপর আছে নেপাল। নেপালের অবস্থান ১০৭ নম্বরে। তবে বাংলাদেশ পেছনে ফেলেছে শ্রীলঙ্কা এবং ভারতকে। তালিকায় শ্রীলঙ্কার অবস্থান ১১৭তম এবং ভারত ১১৮তম অবস্থানে আছে।
সুখী দেশের তালিকায় ১৩ তম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অবস্থার ২৩। এই তালিকা তৈরি করতে গুরুত্ব দেওয়া হয়েছে একটি দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি), গড় আয়ু, সামাজিক সুরক্ষা, বিশ্বাস, জীবনের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা এবং অনুদান দেওয়ার উদারতাকে।