ছয় মাসের মধ্যে বাণিজ্যিক স্থাপনা সরানোর নির্দেশ

ছয় মাসের মধ্যে বাণিজ্যিক স্থাপনা সরানোর নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের সব নগরীর আবাসিক এলাকা থেকে আগামী ছয় মাসের মধ্যে সব ধরনের বাণিজ্যিক স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভাআজ (৪ এপ্রিল)প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, দেশের বিদ্যমান আইন অনুযায়ী আবাসিক এলাকাগুলোতে হোটেল, রেস্টুরেন্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকতে পারবে না। মন্ত্রিসভা আজ এসব প্রতিষ্ঠানকে ছয় মাসের সময় বেঁধে দিয়েছে ছয় মাসের মধ্যে তাদের এগুলো সরিয়ে ফেলতে হবে। এই সময়ের মধ্যে না সরানো হলে পরবর্তী এক মাসের মধ্যে প্রশাসন এগুলো উচ্ছেদ করবে।

এ সময় সচিব আরও বলেন,আজ থেকেই ছয় মাস গণনা শুরু হবে।’

উচ্ছেদ অভিযান কারা তদারকি করবেনজানতে চাইলে সচিব বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগই সমন্বিতভাবে এসব কার্যক্রম পরিচালনা করবেfavicon59

Sharing is caring!

Leave a Comment