প্রচলিত আইনেই তনু হত্যার বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রচলিত আইনেই তনু হত্যার বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • তাজবিদুল ইসলাম, গণ বিশ্ববিদ্যালয়, সাভার

প্রচলিত আইনেই সোহাগী জাহান তনু হত্যার বিচার সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল (৪ এপ্রিল) সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদের দ্বিতীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দেশের সকল মামলার বিচারকাজ দেশের  প্রচলিত আইনেই হচ্ছে। তাই তনু হত্যার বিচারকাজে নতুন কোনো আইন প্রণয়নের প্রয়োজন নেই। এর আগে সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই কথা বলেছেন।’

তবে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শনিবার এক অনুষ্ঠানে বলেছিলেন, দেশের প্রচলিত আইনে তনু হত্যার বিচার সম্ভব নয়।

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দ্বিতীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি অধ্যাপক ডা. দেলওয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন প্রমুখ।favicon59

Sharing is caring!

Leave a Comment