৩০ বছরের সেরা দাবদাহ চলছে দেশব্যাপী

৩০ বছরের সেরা দাবদাহ চলছে দেশব্যাপী

  • নিউজ ডেস্ক

আবহাওয়া অধিদপ্তরের কোনো আগাম তথ্যই এবার মেলেনি। বরং অতিতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে এবারের তীব্র দাবদাহ। গত ৩০ বছরের মধ্যে এবাই সবোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ৬ এপ্রিল থেকে শুরু হয়ে টানা ২৩ দিন ধরে দাবদাহটি দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এর ফলে সারা দেশে ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা প্রবাহিত হচ্ছে। যা জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে।

আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য মতে, এপ্রিলে সাধারণত ছয় থেকে সাত দিন স্থায়ী দু-একটি তাপপ্রবাহ বয়ে যায়। এর আগে ১৯৯৫ সালে দেশের ১২টি জেলায় ঘুরেফিরে আট দিন দাবদাহ ছিল। এরপর ২০০৭ সালে সাতটি জেলায়, ১৯৯৯ ও ২০০৯ সালে ছয়টি জেলায় পাঁচ থেকে ছয় দিন দাবদাহ বয়ে গেছে। কিন্তু টানা ২৩ দিন দাবদাহ চলতে দেখা যায়নি।

এবারে বৃষ্টিপাতের পরিমাণও অনেক কম ছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রতি বছর এপ্রিলে সারা দেশ মিলিয়ে ১৬৬ দশমিক ৩ মিলিমিটার ও ঢাকায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। তবে তাদের হিসেব মতে এ বছর এপ্রিলে ঢাকায় বৃষ্টির পরিমাণ হিসাব করলে ৩ থেকে ৫ মিলিমিটারের বেশি হবে না। তাও রাজধানীর উত্তর ও পূর্বাঞ্চলের দু-একটি এলাকায় ঝরেছে।

এই দাবদাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, আপাতত দেশের দু-একটি এলাকায় বৃষ্টির সম্ভবনা আছে, তবে তাপমাত্রা এখনই কমছে না। কারণ তাপমাত্রা কমতে হলে দীর্ঘ বৃষ্টির প্রয়োজন।এই যেমন টানা এক থেকে দেড় ঘণ্ট ব্যাপী। তবে এখন সেটির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই এই দাবদাহ ঠিক আরো কতদিন চলবে সে ব্যাপারে নিশ্চিত কিছু বলা সম্ভব হচ্ছে না। favicon59

Sharing is caring!

Leave a Comment