২৬ মে থেকে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু

২৬ মে থেকে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু

  • নিউজ ডেস্ক

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তির সময়সীমা ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী  ২৬ মে থেকে অনলাইনে এবং এসএমএসের (টেলিটক) মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে। আর তা চলবে চলবে ৬ জুন পর্যন্ত।

এরপর মেধাক্রম অনুসারে ১৮ জুন থেকে ৩০জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। এই তারিখের মধ্যে ভর্তি হতে না পারলে শিক্ষার্থীকে বিলম্ব ফি দিয়ে ভর্তি হতে হবে। বিলম্ব ফি দিয়ে ১০ থেকে ২০ জুলাইয়ের পর্যন্ত ভর্তি হওয়া যাবে। ওই ঘোষণায় আরো বলা হয় আগামিী ১০ জুলাই থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে।

এবার একজন শিক্ষার্থী পছন্দের তালিকা অনুযায়ী ১০টি কলেজে আবেদন করতে পারবে। তারপর মেধাক্রমের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তবে কোনো শিক্ষার্থী আবেদন করা প্রতিষ্ঠানগুলোতে সুযোগ না পেলে আসন খালি থাকা সাপেক্ষে যেকোনো প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে। এবারও মুক্তিযোদ্ধা কোটা থাকছে। তবে নতুন করে যুক্ত হচ্ছে বিকেএসপি (খেলোয়াড়) এবং প্রবাসী কোটা।

উল্লেখ্য এখনো ২০১৬ সালের এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়নি। তবে আগামী ১১ ফল ঘোষণার কথা রয়েছে। favicon59

Sharing is caring!

Leave a Comment