রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিল পাস

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিল পাস

  • নিউজ ডেস্ক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে যাচ্ছেএজন্য গতকাল রোববার (১৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন২০১৬বিল পাস হয়েছে। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অধিবেশনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়

বিলটি সর্ম্পকে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি সংরক্ষণ তার সাহিত্যকর্মের ওপর লেখাপড়া, চর্চা এবং গবেষণা চালাতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন২০১৬নামের এই বিলটি আনা হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হবে। যেখানে রবীন্দ্রনাথের দর্শন বিশ্ব সংস্কৃতি চর্চা হবে। শুধু তাই নয়, সেখানে কলা, সঙ্গীত, নৃত্য, চারুকলা, সমাজবিজ্ঞান, কৃষি, সমবায়, আইন, ব্যবসা প্রশাসন এবং বিজ্ঞান প্রকৌশল প্রযুক্তি ফ্যাকাল্টি থাকবে। বিশ্ববিদ্যালয়ে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো একটি বৈধ কাঠামো থাকবে বলেও তিনি উল্লেখ করেন

বিলটি পাসের আগে জনমত যাচাই বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন বিরোধী দল জাতীয় পার্টি স্বতন্ত্র সংসদ সদস্যরা। কিন্তু তাদের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে বিলটি সর্বসম্মতিতে পাস হয়

গত ফেব্রুয়ারি জাতীয় সংসদে বিলটি উত্থাপনের পর অধিকতর পরীক্ষানিরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটির সুপারিশ করা আকারে বিলটি পাস হয়। রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হবেfavicon59

Sharing is caring!

Leave a Comment