শিক্ষায় ৮০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

শিক্ষায় ৮০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

  • নিউজ ডেস্ক

শিক্ষা খাতের উন্নয়নে ৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ অর্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ শিক্ষার মান উন্নয়নে ব্যয় করা হবে। এ লক্ষে বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একটি চুক্তি সই হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকা অফিসের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জাহিদ হোসেন নিজ নিজ পক্ষে সই করেন।জাহিদ হোসেন বলেন, বিশ্বব্যাংক শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমাদের মোট যে পরিমাণ বরাদ্দ; তার ১৯ শতাংশ শিক্ষা খাতে। আগে প্রাইমারি ও মাধ্যমিকে সহায়তা করলেও বর্তমানে উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা ও সকল শিক্ষার সহায়তা বাড়ানো হয়েছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী এই খাতে বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে।ইআরডির সচিব কাজী সফিকুল আযম বলেন, ‘কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়নে এই অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক। প্রকল্পটি ডিএলআই অর্থাৎ ডিসবাসমেন্ট ইনডিকেটর লিংক মেনে অর্থছাড় করা হবে। ভবিষ্যতে উচ্চ শিক্ষা খাতে সেক্টর ও কর্মসূচী হাতে নেওয়ার লক্ষ্য রয়েছে। যদিও বর্তমানে স্বাস্থ্য ও প্রাইমারি শিক্ষায় সেক্টর কর্মসূচি চালু রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন অর-রশিদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডের গতি আগের চেয়ে বেড়েছে। এই ঋণের মাধ্যমে আরও গতিশীল হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটির আওতায় কলেজ এডুকেশন সাব-সেক্টরের অধিকতর উন্নয়নের কৌশলগত পরিকল্পনা তৈরিকরণ এবং সাব-সেক্টরের ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, অনার্স ও মাস্টার্স কোর্স পরিচালনাকারী সংশ্লিষ্ট সরকারি ও বে-সরকারি কলেজসগুলোর টিচিং-লার্নিং পরিবেশ উন্নত করাসহ শিক্ষকদের দেশে-বিদেশে প্রশিক্ষণ এবং ব্যবস্থাপনা উন্নত করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রকল্পটি বাস্তবায়িত হতে যাচ্ছে। প্রকল্পের মেয়াদ ২০১৬ সালের জুলাই হতে ২০২১ সালের জুন মাসে বাস্তবায়িত হবে।
বিশ্বব্যাংকের এই ঋণ ৬ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে। এ ঋণের উত্তোলিত অর্থের উপর বার্ষিক শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ এবং শূন্য দশমিক ৫০ শতাংশ হারে কমিটমেন্ট ফি দিতে হবে। তবে চলতি অর্থবছরসহ দীর্ঘ দিন ধরে কমিটমেন্ট ফি শূন্য শতাংশে নির্ধারিত হয়েছে। favicon59

Sharing is caring!

Leave a Comment