জামালপুরে আ.লীগ নেতা খুন
নিউজ ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের কুঠির হাট এলাকায় শুক্রবার সন্ধ্যায় আব্দুল হানিফ (৪৫) নামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের গুলিতে মোজাফফর হোসেন মোজা নামে আরো একজন আহত হন।
জানা যায়, আওয়ামী লীগের ওই নেতা ও তার সঙ্গী মোজাফফর হোসেন মোজা কুঠির হাট এলাকায় সন্ধ্যার দিকে বেড়াতে যান। এ সময় একদল মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেল থেকে তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। একটি গুলি আব্দুল হানিফের মাথায় লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান এবং মোজাফফর হোসেন মোজার পায়ে আরেকটি গুলিবিদ্ধ হয়।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	