ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
নিউজ ডেস্ক : ঠাকুরগাঁওয়ের হরিপুর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ (২২ ডিসেম্বর) ভোরে হরিপুর উপজেলার খোলড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হেমন্ত চন্দ্র (৩২) খোলড়া গ্রামের যতীন্দ্র চন্দ্রের ছেলে।
হরিপুর থানার ওসি আক্তারুজ্জামান বলেন, গরু আনতে ভোরে সীমান্তের ২৭১ নম্বর পিলারের পাশ দিয়ে ভারত প্রবেশ করেন হেমন্ত। ওপারে যাওয়ার পর বিএসএফের রায়পুর ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হেমন্তের মৃতদেহ রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
হেমন্তের বাবা যতীন্দ্র চন্দ্র বলেন, তার ছেলে গরু ব্যবসায়ী নন। তাই কেন সীমান্ত পার হয়ে তার ছেলে ভারত গেলেন তা তিনি বলতে পারছেন না। অন্যদিকে, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হরিপুর মহিলা কলেজের অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল বলেন, তারা প্রশাসনিক ও রাজনৈতিকভাবে মৃতদেহ ফিরিয়ে আনার চেষ্টা করছেন।