দুই এমপিকে বরগুনা ছাড়ার নির্দেশ
নিউজ ডেস্ক : বরগুনার দুই সংসদ সদস্যকে দ্রুত নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পৌর নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে তাদেরকে এ নির্দেশনা দিয়েছে ইসি। নির্দেশপ্রাপ্ত সাংসদরা হলেন- বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু ও বরগুনা-২ আসনের হাচানুর রহমান রিমন।
আজ (২৭ ডিসেম্বর) ইসির উপ সচিব সামসুল আলম জানান, আওয়ামী লীগের এই দুই সংসদ সদস্যের বিরুদ্ধে এ বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।
এর আগে কুলাউড়া পৌরসভায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক এআইজি সৈয়দ বজলুল করিমকে ডাক বাংলো ছাড়ার নির্দেশ দেয় ইসি।
এছাড়া, পক্ষপাত ও অনিয়মের অভিযোগ তদন্ত করে জগন্নাথপুরের ওসি আসাদুজ্জামান ও হাতিয়ার ওসি নুরুল হুদাকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলে জানান ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মিজানুর রহমান। তাদের প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ দিতে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
কমিশন এর আগে কুলাউড়া, কালকিনি, মতলব উত্তর ও সাতকানিয়া থানার ওসিকে প্রত্যাহার করেছে।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	