ইজতেমার মাঠে মুসল্লিদের ঢল
নিউজ ডেস্ক : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার জুমার নামাজে লাখো মুসল্লির ঢল নামে। জনসমুদ্রে পরিণত হয় পুরো ইজতেমা এলাকা। জুমার নামাজে ইমামতি করেন ঢাকার কাকরাইল মসজিদের হাফেজ মাওলানা মোহাম্মদ যোবায়ের। দুপুর ১টা ৪০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৪৮ মিনিটে।
বাদ আছর বয়ান করবেন ভারতের মাওলানা মোহাম্মদ জোয়াহের, বাদ মাগরিব বয়ান করবেন দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ। এদিন ঢাকা-গাজীপুরসহ আশ-পাশ এলাকার লাখ লাখ মুসল্লি জুমার নামাজে অংশ নেন। ময়দানে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলি-গলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ, চাদর ও পথিথিন বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন।
দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে এবারের ৫১তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শুরু হয় শুক্রবার বাদ ফজর। এ সময় ভারতের মাওলানা আবদুর রহমান উর্দূতে আমবয়ান করেন। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। মোনাজাতের আগ পর্যন্ত তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বীরা পর্যায়ক্রমে আখলাক, ঈমান ও আমলের উপর বয়ান পেশ করবেন। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	