‘নতুন আইনস্টাইনকে দেখতে পাচ্ছি’
আতিকুর রহমান, রাজশাহী : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, ‘বাংলাদেশের ভবিষ্যত পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে উজ্জল। আজকের যারা খুদে বিজ্ঞানী তারাই একদিন বড় বিজ্ঞানী হবে, আমি এদের মাঝে নতুন আইনস্টাইনকে দেখতে পাচ্ছি।’
আজ (১২ জানুয়ারি) দুপুরে রাজশাহী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা পরিদর্শন শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ছোট শিশুদের যে আবিস্কার এবং স্বপ্ন তা দেখে আমি সত্যিই অবাক হয়েছি। আমাদের সময় এসব চিন্তাধারা বা সুযোগগুলো ছিল না, কিন্তু এখনকার ছেলেমেয়েরা এসব সুযোগ সুবিধা পাওয়ায় তার সঠিক ব্যবহার করতে পারছে।
ডিজিটাল বাংলাদেশ হতে আর বেশি দেরি নেই উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, ছোটছোট শিশুদের এসব আবিস্কার ডিজিটাল বাংলাদেশ অর্জনের পথকে আরো বেগবান করবে। তিনি জানান, খুদে বিজ্ঞানীরা বাস্তবভিত্তিক সমস্যা নিয়ে যে চিন্তা এবং এর সমাধান খোঁজার চেষ্টা করছে তা সত্যিই অসাধারণ।
এর আগে মন্ত্রী বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় তিনি, খুদে বিজ্ঞানীদের বিভিন্ন আবিস্কারের খোঁজখবর নেন।
এছাড়া্ মেলায় বিভিন্ন অভিনব আবিস্কার নিয়ে হাজির হওয়া খুদে বিজ্ঞানীদের মধ্য থেকে সেরা আবিস্কারক নির্বাচিত করে তাদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।