তানজিমের ‘উভচর ড্রোন’
আতিকুর রহমান, রাজশাহী : জল-স্থল-আকাশ পথ; কোনো খানেই আর রেহাই পাবে না লুকিয়ে থাকা শত্রুরা। যেখানেই থাকুক না কেন শত্রুকে খুঁজে বের করে নিজেই ধ্বংস করে দিবে তার অস্তিত্ব। এমনই এক শত্রু বিধ্বংসী ড্রোন আবিস্কার করেছে রাজশাহীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তানজিম মাহমুদ। রাজশাহী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলায় প্রদর্শনের জন্য স্থান পেয়েছে এই খুদে বিজ্ঞানীর অভিনব আবিস্কার।
তানজিম জানায় শত্রু বিধ্বংসী এই ড্রোনটি একটি ডেমো হিসেবে তৈরি করা হয়েছে। এটিকে বাস্তবে রূপ দিতে পারলে সত্যিই শত্রু ধ্বংসে কাজ করবে তার এই ‘আধুনিক উভচর ড্রোন’।
তানজিম আরো জানায়, ড্রোনের নিচের অংশে থাকা মাথায় লাগানো হবে অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা যা শত্রুর অবস্থান জানান দিবে। সয়ংক্রিয়ভাবেই তা পৌছে যাবে ড্রোনের পরিচালকের কাছে, সেখান থেকে শত্রুর নিশানা ঠিক করে হামলা চালানো হবে।
বড় হয়ে তানজিম এই ড্রোনের বাস্তব রূপ দিতে চায়। ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশগুলো কিনে নিয়ে এসে শিক্ষকদের সহায়তায় নিজেরাই বানিয়েছে আধুনিক এই ড্রোন। তানজিমের সাথে এই ড্রোন তৈরিতে সহযোগী হিসেবে কাজ করেছে তার সহপাঠি সিহাবুর রহমান।