শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো ‘ওয়াই.এস.এস.ই’
নিউজ ডেস্ক : শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ স্কুল ফর সোস্যাল এন্টারপ্রেনার (ওয়াই.এস.এস.ই)। গত সোমবার (১১ জানুয়ারি) লালমনিরহাট জেলার জোংড়া ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনটি শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করে।
শীতবস্ত্র বিতরণ শেষে সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মাদ ইউসুফ হোসাঈন জানান, ‘ইয়েস দীর্ঘদিন ধরে নানা ধরণের সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় দেশের প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত মানুষের কষ্ট লাঘবের উদ্যেশ্যে এসব কম্বল বিতরণ বিতরণ করা হলো।’
শীতবস্ত্র পেয়ে শীতার্ত দরিদ্র মানুষরা কৃতজ্ঞতা জানান। তারা বলেন, ‘শীতে তারা প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন। এখন কম্বল পেয়ে তাদের ভালো লাগছে।’
আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	