রাজশাহীতে চলছে উদ্ভাবনী মেলা
আতিকুর রহমান, রাজশাহী : মানুষের ঘরে ঘরে পৌছে যাবে ডিজিটাল সেবা,বাড়বে তথ্য-প্রযুক্তির ব্যবহার। সরকারের সাথে সৃষ্টি হবে জনগণের সরাসরি যোগাযোগ। যা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পাথেয় হিসেবে কাজ করবে। এমন আরো সব সরকারি লক্ষ বাস্তবায়নে রাজশাহীতে শুরু হয়েছে দুইদিনব্যপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় রাজশাহী জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
আজ বিকেলে রাজশাহী কলেজিয়েটে স্কুল মাঠে মেলার উদ্বোধন করা হয়। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পরিচালিত বিভিন্ন আধুনিক প্রযুক্তিগত উদ্ভাবন এবং ডিজিটাল সেবাসমূহ প্রদর্শনের লক্ষে অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. হবিবুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রুবাইয়াত ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বের উন্নয়নশীল দেশগুলো তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অনেকদূর এগিয়েছে। তাই আমাদের দেশের তরুণ ও যুবক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরবর্তীতে ই-বিজনেস বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ডিজিটাল উদ্ভাবনী বিষয়ে মেলায় এবার ৪৮টি স্টল স্থান পেয়েছে। মেলা খোলা থাকবে প্রতিদিন দুপুর আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত। মেলার সমাপনী অনুষ্ঠান (অাগামীকাল ২৩ জানুয়ারি) একই স্থান রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। ওইদিন মেলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।