উদ্যেক্তারাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে
আতিকুর রহমান, রাজশাহী : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘বাংলাদেশের সাফল্যের গল্প আসলে উদ্যেক্তাদের সাফল্যের গল্প এবং উদ্যেক্তারাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’ আজ সকালে রাজশাহীতে নতুন উদ্দ্যেক্তা ও স্থানীয় ব্যাংকারদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
অর্থনৈতিক সম্ভাবনার বিচারে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় সফল দেশ উল্লেখ করে গভর্নর আরো বলেন, ‘আগামীদিনের বাংলাদেশ হবে সারা পৃথিবীর জন্য একটি রোল মডেল।’
তিনি বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সম্ভাবনার দিক থেকে বাংলাদেশ সারাবিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বাংলাদেশের অর্থনীতি যে বিকশিত হচ্ছে তার বহু প্রমাণ আমরা পাচ্ছি। চীনের হেলে পড়া অর্থনীতির স্থান ধীরে ধীরে দখল করে নিচ্ছে বাংলাদেশ সহ অন্য একটি দেশ।’
এসময় গভর্নর বলেন, ‘চলতি অর্থবছরে রপ্তানি খাতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি শতকরা ৮-৯ ভাগ অর্জিত হবে বলে আশা করা হচ্ছে। অনেক দেশই এখন আামাদের দেশে বিনিয়োগ এবং শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে আগ্রহী। আর দেশে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনে উদ্দ্যেক্তাদের পাশাপাশি সরকার এবং ব্যাংকারদেরকেও যথেষ্ট আগ্রহী হতে হবে।’
পোশাক রপ্তানি খাতে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু পোশাক রপ্তানিই নয়, হিমায়িত খাবার, মাছ, মাংস, চিংড়ি, গাভীর দুধ, ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য সামগ্রী, প্রক্রিয়াজাত খাবার সহ আরো অনেক কিছু রপ্তানি করে আমাদের দেশ।’ বাংলাদেশে যে ১০০ টি অর্থনৈতিক জোন তৈরি হবে তার একটিতে সম্পূর্ণরুপে এগ্রো প্রসেসিং এর কাজ করা হবে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম মনিরুজ্জামান, সভাপতিত্ব করেন রাজশাহী শাখার নির্বাহী পরিচালক জিন্নাতুল বাকেয়া। এসময় রাজশাহীর সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও উদ্দ্যেক্তারা উপস্থিত ছিলেন।