পা দিয়েই যুদ্ধ সাবিলার
সজীব হোসাইন, রংপুর : জন্ম থেকেই তার দুটো হাত নেই। তবু সে অন্য সবার মতো এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। হাতের আঙ্গুল না থাকায় ডান পায়ের আঙ্গুলে কলম ধরেই পরীক্ষা দিয়েছে অদম্য মেধাবী সাবিলা।
রংপুর নগরীর মাহিগঞ্জের মো. শাহাজাহান মিয়ার ছোট মেয়ে সাবিলা আক্তার মাহিগঞ্জ বালিকা বিদ্যালয়ে মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে। সাবিলা ওই স্কুল থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ২০১৩ সালে জিপিএ ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়।
আজ (১ ফেরুয়ারি) এসএসসি পরীক্ষায় কারমাইকেল কলেজিয়েট বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বেঞ্চের উপরে বসে পা দিয়ে পরীক্ষা দিয়েছে সাবিলা।
এ ব্যাপারে কথা বললে কেন্দ্র সচিব ও কারমাইকেল কলেজিয়েট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর ইসলাম দি প্রমিনেন্টকে বলেন, ‘শারীরিক প্রতিবন্ধীতাকে জয় করেছে সাবিলা। ওকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম পা দিয়ে এভাবে পরীক্ষা দেওয়া সম্ভব।’
One Trackback for this Post.
[…] দি প্রমিনেন্টে সাবিলাকে নিয়ে পূর্ব প্রকাশিত সংবাদ: পা দিয়েই যুদ্ধ সাবিলার […]