চলন্ত গাড়িতে সন্তান প্রসব

চলন্ত গাড়িতে সন্তান প্রসব

  • সজীব হোসাইন, রংপুর

চলন্ত গাড়িতে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। কোনো ধরনের জটিলতা ছাড়াই ফুটফুটে এক কন্যা সন্তান প্রসব করেন তিনি। সদ্য প্রসূত ওই সন্তানের নাম রাখা হয়েছে টিয়া।গতকাল (২৫ এপ্রিল) সকালে ঢাকা থেকে রংপুরগামী টিআর ট্রাভেলসের একটি বাসে এ ঘটনা ঘটে।

গাড়ির ড্রাইভার কালাম জানান, শনিবার রাতে ঢাকার আব্দুল্লাপুর থেকে পীরগঞ্জের উদ্দেশে রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী পূর্বপাড়ার সাদিকুর ইসলামের স্ত্রী রোকসানা বেগম ও তার শাশুড়িসহ তিনজন যাত্রী তাদের গাড়িতে উঠেন। পথিমধ্যে অন্তঃসত্ত্বা রোকসানার প্রসব বেদনা উঠে। এ সময় শাশুড়ির সহযোগিতায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন গৃহবধূ। পরে গাড়ির লোকজন বিষয়টি টের পায়। পরে গাড়ির রংপুরের ম্যানেজারের পরামর্শে গৃহবধূ রোকসানাকে পীরগঞ্জ বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে বাড়ি যাবার জন্য অটো রিকশা ভাড়া করে দেওয়া হয়।

রোকসানার স্বামী সাদিকুর ইসলাম জানান, তিনি পেশায় একজন রিকশাচালক। দীর্ঘদিন ঢাকার আব্দুল্লাপুর পুলিশ ফাঁড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। তাদের ঘরে ২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।favicon59

Sharing is caring!

Leave a Comment