ক্যান্সার সচেতনতায় ‘হিমু পরিবহণ’
সাজেদুর রহমান সুমন, ঢাকা : প্রতিবারের মতো এ বছরও “We Can… I Can…” শ্লোগানে সারা বিশ্বজুড়ে ৪ ফেব্রুয়ারী পালিত হলো বিশ্ব ক্যান্সার দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশকে ক্যান্সার মুক্ত করার লক্ষ্যে সারাদেশে ক্যান্সার সচেতনতামূলক প্রচারনা চালিয়েছে ‘হিমু পরিবহন’ নামে একটি তরুণ সংগঠন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীতে সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে ক্যান্সার সচেতনতামূলক এই প্রচারনা চালায় সংগঠনটি। পরে প্রেসক্লাব থেকে শুরু হয়ে একটি ক্যান্সার বিরোধী র্যা লি রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরীতে গিয়ে শেষ হয়। সংগঠনের সমন্বয়ক আহসান হাবিব মুরাদের পরিচালনায় সচেতনতামূলক এই প্রচারনায় অংশ নেন এক ঝাক তরুণ হিমু পরিবহনের সদস্যরা।
ক্যান্সার বিরোধী প্রচারনার অংশ হিসেবে সংগঠনের কর্মীরা ক্যান্সার সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। দেশের ৫৮ টি জেলাসহ সারা দেশের বিভিন্ন সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যান্সার সচেতনতামূলক প্রচারনা চালানো হয়।
বাংলা সাহিত্যের কিংবদন্তী লেখক হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন “হিমু পরিবহণ”-এর কর্তারা জানায়, মানুষকে সচেতন করে তোলার মাধ্যমে দেশকে ক্যান্সার মুক্ত এবং একটি বড় ক্যান্সার হাসপাতাল তৈরী করাই হিমু পরিবহনের মূল লক্ষ্য। ২০১৩ সাল থেকে সারাদেশে ক্যান্সার সচেতনতা নিয়ে কাজ করছে হিমু পরিবহন।