রংপুর পরিচ্ছন্ন করলো ‘পরিবর্তন চাই’
সজীব হোসাইন, রংপুর : নগরীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ‘পরিবর্তন চাই’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ-তরুণীরা। ‘দেশটাকে পরিষ্কার করি’ শিরোনামে এ কর্মসূচি পালন করা হয়।
আজ(৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে অনিন্দ রায়ের সঞ্চালনায় এ কর্মসূচির উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, ‘সিটি করপোরেশন পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার, কিন্তু আজ পরিবর্তন চাই সংগঠনটির মাধ্যমে তরুণ ছাত্র সমাজ এই মহৎ কাজে এগিয়ে এসেছে।’ তিনি আরও বলেন, ‘সবাই মিলে চাইলে শুধু রংপুর নয় পরিবর্তন আসবে সারা দেশেই।’
কর্মসূচিতে উপস্থিত সকলকে দেশ পরিবর্তনের শপথ বাক্য পাঠ করান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ। শপথ বাক্য পাঠ শেষে প্রায় ২০টি পৃথক দলে ভাগ হয়ে চার শতাধিক তরুণ-তরুণীরা রাস্তার দুপাশের ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দেয়। পাশাপাশি জনসাধারণ এবং ব্যবসায়ীদের পরিচ্ছন্নতার প্রতি উদ্বুদ্ধ করা হয়।
পরিবর্তন চাই সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা ও রংপুর বিভাগীয় সমন্বয়ক আলমাজী তূর্য্য দি প্রমিনেন্টকে বলেন, ‘এটা সত্য, সুন্দর ও পরিচ্ছনতার আন্দোলন। আর এই আন্দোলনের মাধ্যমেই দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সচেতন করা হবে।’