রংপুরে ফুল ব্যবসায়ীদের রমরমা ব্যবসা

রংপুরে ফুল ব্যবসায়ীদের রমরমা ব্যবসা

সজীব হোসাইন, রংপুর : ভালোবাসা দিবস ঘিরে তরুণ-তরুণীদের উন্মাদনা যেন শেষ নেই। বাদ পড়ছে না মাঝ বয়সীরাও। বিশ্ব ভালোবাসা দিবস সারাবিশ্বের কোটি কোটি প্রেমিকযুগলের জন্য পরম কাঙ্ক্ষিত একটি দিন। এই দিবসকে ঘিরে অন্তত একটি উপহার পাওয়া বা দেওয়া থেকে বঞ্চিত হতে চায় না কেউই। আর তা হলো সবার প্রিয় ফুল। খুব সহজেই ফুল দিয়ে সবাইকে বিশেষ এই দিনে সুখী করা যায়। তাই সারা দেশের মতো রংপুর শহরেও ছড়িয়ে ছিটেয়ে থাকা ফুল দোকান গুলোতে উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। আর এই সুযোগে বাড়তি টাকা হাতিতে নিচ্ছে নিয়মিতসহ মৌসুমি ফুল বিক্রেতারা- এমন অভিযোগ ক্রেতাদের। তবে অভিযোগ কানে তুলছে না দোকানীরা। দোকানীরা বলছেন, চাহিদা অনুযায়ী ফুল না পাওয়া এবং বাড়তি টাকায় ফুল ক্রয়ের ফলেই মূল্য বৃদ্ধি ফুলের।

সরজমিনে দেখা যায়, রংপুরের পুলিশ লাইন্সসংলগ্ন ফুল দোকান গুলোতে সোভা পাচ্ছে গোলাপ, চন্দ্রমল্লিকা, হলুদ গাঁদা, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধাসহ প্রায় পনের রকম ফুল। কথা বলে জানা যায়, ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে গোলাপ। যা বিক্রি হচ্ছে প্রতিটা ১৫-৫০ টাকা দামে। ফুল কিনতে আসা ক্রেতাদের মধ্যে রয়েছে সাত বছর থেকে ৪৫ বছর বয়সীরা। তবে এর মধ্যে ফুলের প্রধান গ্রাহক যুবক-যুবতী, তরুণ-তরুণী। ফুল কিনতে আসা জুলিয়া আহমেদ বলেন, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যেহেতু বেড়ে যায় ফুলের চাহিদা তাই এই চাহিদাকে কাজে লাগিয়ে ফুলের দাম কয়েকগুণ বাড়িয়ে দেন বিক্রেতারা। তবু বাধ্য হয়েই পরিবারের সবার জন্য ফুল কিনছি।

রংপুর ফুল দোকান মালিক সমিতি সূত্র জানায়, এ বছর রংপুর শহরে দুই থেকে তিন লক্ষ টাকার ফুল ক্রয় করা হয়েছে যশোর, ঢাকাসহ রংপুরের বিভিন্ন স্থান থেকে। তারা আশাবাদী ফুলে বিক্রি করে তারা এ বছর অনেক লাভবান হবেন।

আর দোকানীরাও বিভিন্নভাবে ফুল উপস্থান করছে ক্রেতাদের নজর কারার জন্য। রংপুরের ফুল কর্নারের সত্ত্বাধিকারী হাফিজুল আলম বাবু জানান, এবার ফুলের দাম কিছুটা চড়া। দাম একটু বেশি হলেও গতবারের চেয়ে ফুল বিক্রি হচ্ছে দিগুণ হারে। ফুল কিনতে আসে কেউ দামের কারণে ফিরে যাচ্ছে না।

এছাড়াও রাস্তার অলিতে-গলিতে বিভিন্ন পার্ক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেখা মেলে মৌসুমি ফুল বিক্রেতাদের। কথা বললে তারা জানান, দাম একটু বেশি হলেও সবাই হাতের কাছ থেকেই ফুল কিনতেই পছন্দ করে। শহরে জাহাজ কোম্পানি মোড়ে ফুল কিনতে আসা ফয়সাল কবির বলেন, দাম সব জায়গাতেই বেশি, তাই হাতের কাছ থেকেই নিচ্ছি।favicon59

Sharing is caring!

Leave a Comment