গ্রন্থ জাদুঘরের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জে তৈরি করা হয়েছে দেশের প্রথম গ্রন্থ জাদুঘর। আর এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। লৌহজংয়ের কনকসার এলাকায় এ জাদুঘর বানানো হয়েছে। আর এই গ্রন্থ জাদুঘরটি অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে।
উ্দ্বোধনকালে অর্থমন্ত্রী জানান, ‘শুধু অর্থনৈতিক বিকাশের মধ্য দিয়েই জাতীয় অগ্রগতি ও উন্নতি সীমাবদ্ধ নয়, জ্ঞানের বিকাশের মাধ্যমে জাতীয় অগ্রগতি ও উন্নতি সম্ভব।’
গ্রন্থ জাদুঘরের উদ্বোধনের সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি নূহ-উল-আলম লেলিন, অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।