রংপুরে বদলি পরীক্ষা দিতে এসে যুবকের কারাদণ্ড
- সজীব হোসাইন, রংপুর
আলাদা কক্ষ ভাড়া নিয়ে এক পুলিশ কনস্টেবলের পরিবর্তে ‘প্রক্সি’ পরীক্ষার্থী হিসেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আটক যুবকের নাম হোসেন আলী।
আজ (৫ এপ্রিল) সকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালে রংপুর মহানগরীর আশরতপুর রোডে অবস্থিত রংপুর সিটি বিএম কলেজে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্র পরিদর্শনকালে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, রংপুর সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস কলেজের কক্ষ ভাড়া নিয়ে নগরীর বুড়িরহাট আনন্দলোক কলেজের হোসেন নামের এক শিক্ষার্থী ঢাকায় কর্মরত পুলিশ কনস্টেবল আরিফের পরিবর্তে আজ বাংলা ২য় পত্রের পরীক্ষা দিতে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা সেখানে অভিযান চালান। পরে সেখান থেকে বিপুল পরিমাণ নকল উদ্ধার করা হয়।
বদলি পরীক্ষার্থী ও পৃথক কক্ষ ভাড়া নিয়ে পরীক্ষা দেওয়ার দায়ে হোসেন নামের ওই যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী মেজিস্টেট নাজনীন সুলতানা ।