পুলিশের সততা
- সজীব হোসাইন, রংপুর
সহকর্মীদের বেতনের টাকা ও বৈশাখী ভাতা তুলতে ব্যাংকে গিয়েছিলেন কন্সটেবল গোলাপ ও এএসআই জুলিয়াছ। যথারীতি টাকা তুলে অফিসে ফিরে দেখেন নির্ধারিত পরিমাণ টাকার চেয়ে ৮ লাখ ১০ হাজার টাকা বেশি দিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ! এখন চাইলেই টাকাগুলো দু’জন ভাগ করে নিতে পারেন। কাক-পক্ষীও টের পাবে না। কিন্তু তা না করে অনন্য সততার দৃষ্টান্ত স্থাপন করেন এই দুই পুলিশ কর্মকর্তা। তারা বিষয়টি এসপি এস এম রশিদুল হককে জানান। এসপি রশিদুল হক ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ টাকাগুলো ফেরত দেন।
এই ঘটনা ঘটেছে গতকাল (৫ এপ্রিল) সকালে রংপুর সোনালী ব্যাংক রংপুর কর্পোরেট শাখায়।
রংপুর রেঞ্জ রিজার্ভ পুলিশ ফোর্সের (আরআরএফ) কম্যাডেন্ট(এসপি) এস এম রশিদুল হক বলেন, একজন পুলিশ সদস্যের মধ্যেও যে সততা কাজ করে এটি তার উৎকৃষ্ট উদাহারণ। গোলাপেরএ দৃষ্টান্ত স্থাপনে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত।