ভাত দেন প্রধানমন্ত্রী…
- নিউজ ডেস্ক
ধর্মঘট ও অবরোধ কর্মসূচি দিয়েও যখন বকেয়া বেতনসহ ৫ দফা দাবি আদায় হচ্ছিল না তখন আন্দোলনে নতুন মাত্রা যোগ করেন খুলনার পাটকল শ্রমিকরা। গতকাল (১০ এপ্রিল) সকালে তারা প্রতিকী ভিক্ষুক মিছিল করেছেন, বকেয়া পাওনাসহ ৫দফা দাবি পূরণের আকুতি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। শ্রমিকদের ওই মিছিলে দেখা গেছে সকলের হাতে থালা কিংবা মাটির সানকি। মুখে স্লোগান, ‘ভাত দেন প্রধানমন্ত্রী না হইলে সংবিধান খাব’।
বেলা ১১টায় শ্রমিকদের মিছিলটি নিজ নিজ মিল থেকে শুরু হয়ে খালিশপুর অঞ্চলের নতুন রাস্তা মোড় ঘুরে আবার যার যার মিলে ফিরে যায়।
অভিনব এই মিছিলের বিষয়ে পরিষদের আহবায়ক মো. সোহরাব হোসেন বলেন, খুলনার জেলা প্রশাসকের অনুরোধে আজ রোববার পর্যন্ত সময় দিয়ে শুধুমাত্র রাজপথ-রেলপথ অবরোধ স্থগিত ঘোষণা করা হয়েছিল বৃহস্পতিবার দুপুরে। আজ শেষ দিন। এখনও কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তাই এই অভিনব উদ্যোগ।
খুলনার খালিশপুরের প্লাটিনাম, ক্রিসেন্ট, দিঘলিয়ার স্টার জুটমিল, আটরা শিল্প এলাকার ইস্টার্ন ও আলিম জুট মিল, যশোর অভয়নগর রাজঘাট শিল্পাঞ্চলের যশোর জুট মিল ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা বকেয়া পাওনাসহ ৫দফা দাবিতে এই আন্দোলন করছে। রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ এ আন্দোলন সমন্বয় করছে।
উল্লেখ্য, আজ (১১ এপ্রিল) মন্ত্রীসভার বৈঠকে ন্দোলনরত পাটকলের শ্রমিক–কর্মচারীদের বকেয়া পরিশোধ ও পাট কেনার জন্য সরকার এক হাজার কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে পয়লা বৈশাখের আগে বকেয়া মজুরির একটি অংশ মন্ত্রণালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় পরিশোধ করা হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেন। এরপর বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সচিবালয়ে তাঁর দপ্তরে সংবাদ ব্রিফিং করে এসব তথ্য জানান। একই সঙ্গে প্রতিমন্ত্রী আন্দোলনরত শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।