উৎসবমুখর ঢাকা
- নিউজ ডেস্ক
বৈশাখের প্রথম দিনে ঢাকার মানুষ মিলিত হয়েছেন শাহবাগে।উদ্দেশ্য বাংলা নতুন বছরকে উদযাপন। আর সে কারণে চির চেনা শাহবাগ যেন পরিণত হয়েছে জনসমুদ্রে।
সব বয়সের মানুষের প্রাণের ঠিকানা যেন এই শাহবাগ। বৈশাখের প্রথম দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগ চেহারা বদলে যেতে থাকে। তরুণ-তরণীরা বৈশাখের বর্ষবরণে নিজেকে তুলে ধরেছেন স্বমহিমায়। সাদা-কালো, লাল-সাদায় মিলিয়ে বৈশাখী সাজে সেজেছে তারা।
সাদা আর লাল শাড়িতে তরুণীরা যেন গ্রাম্য ফুটিয়ে তুলেছেন বাঙালীর হাজার বছরের সংস্কৃতিকে। খোঁপার গোলাপ, গাঁদা, বেলি আর শেফালি ফুল স্বাগত জানাচ্ছে বৈশাখকে। কেউ এসেছেন দল বেঁধে, কেউ এসেছেন একা। আবার গোটা পরিবার সঙ্গে নিয়েও এসেছেন অনেকে।
এ ছাড়া রমনার বটমূল থেকে সোহরাওয়ার্দী উদ্যান, চারুকলা, টিএসসি, ছবির হাট- সর্বত্রই বাংলা নববর্ষের ছোঁয়া। উৎসবমুখর পরিবেশে সবাই পালন করছে বাংলা নববর্ষকে। ![]()
