সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে
- নিউজ ডেস্ক
অবশেষে সুন্দরবনের আগুন নিভানো হয়েছে। সুন্দরবনের নাংলি ক্যাম্প এলাকায় এই আগুন লাগার পর স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রায় সাড়ে ৪ ঘন্টার চেষ্টায় বন বিভাগ ও ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়েছে। খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মো. জহির উদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
এই ঘটনা তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। এ ব্যাপারে সিএফ মো. জহির উদ্দিন আহম্মেদ বলেন, এ ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির নেতৃত্ব দেবেন চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেন।
এমন ঘটনা যাতে পুনরায় না ঘটে সেজন্য ৫টি ‘ফায়ার ওয়াচার’টিম গঠন করেছে বন বিভাগ। এসব টিমদের কাজ হবে এই এলাকায় সার্বক্ষণিক টহল দেওয়া।
এর আগে গত ২৭ মার্চ এবং ১৩ এপ্রিল সুন্দরবনের একই এলাকায় অগ্নিকাণ্ডে নাংলি, আব্দুলা’র ছিলা, পঁচাকুড়ালিয়ে ও নাপিতখালী এলাকার প্রায় ১০ একর বনভুমি পুড়ে যায়।