রংপুরে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’ শুরু ২৫ এপ্রিল
- সজীব হোসাইন, রংপুর
সরকারের ডিজিটাল কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়াতে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এবং বাংলাদেশ সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আগামী ২৫ এপ্রিল(সোমবার) থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।
শুক্রবার(২২ এপ্রিল) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী দি-প্রমিনেন্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ভাবনী মেলায় তথ্যপ্রযুক্তিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, ডিজিটাল সেন্টারবিষয়ক সেমিনার, ডিজিটাল কনটেন্ট প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, ইনোভেশনবিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। এছাড়া মেলায় থাকবে প্রযুক্তি বিষয়ক স্টল।