রাবি শিক্ষককে গলা কেটে হত্যা
- নিউজ ডেস্ক
এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অধ্যাপক এ এম রেজাউল করিম সিদ্দিকিকে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। তিনি ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।
পুলিশের ধারণা এই শিক্ষককে তার বাড়ির কাছেই হত্যা করা হয়েছে। এব্যাপারে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ সামসুদ্দিন জানান, বোয়ালিয়া থানার শালবাগান এলাকার বাড়ি থেকে সকালে বিশ্ববিদ্যালয়ের যাওয়ার জন্য রওনা হন তিনি। এই সুযোগে তাকে হত্যা করা হয়।
মি: সামসুদ্দিন আরো বলেন, “তার গলায় আঘাত এবং আক্রমণের ধরণ দেখে অতিতে যেভাবে ব্লগার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার সাথে মিল পাওয়া যাচ্ছে। তাই উগ্রপন্থী কোন সংগঠন এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে এমন ধারণা মাথায় রেখে কাজ করছি আমরা”
অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকি একজন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ছিলেন। তিনি নিজের এলাকায় একটি সংগীত বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।
এই হত্যাকান্ডের মাধ্যমে গত দশ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক হত্যার ঘটনা ঘটেছে।