রংপুরে ড. ওয়াজেদ মিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত
- সজীব হোসাইন, রংপুর
রংপুরে যথাযোগ্য মর্যাদায় প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় পীরগঞ্জের ফতেপুরে প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিস্থলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী পূষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, ড.ওয়াজেদ রিসার্চ ইনিস্টিটিউট, বাংলাদেশ জননেত্রী পরিষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পূষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পূষ্পার্ঘ্য অর্পণ শেষে প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনসহ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দু’য়া করা হয়।
প্রসঙ্গত, ২০০৯ সালের ৯ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন গুণী এই বিজ্ঞানী।