টেকনাফে আনসার সদস্য নিহত
- জোবায়ের চৌধুরী, চট্টগ্রাম
কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী ক্যাম্পে সশস্ত্র হামলা চালিয়ে আনসার ব্যারাক থেকে ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট করেছে ডাকাতদল। এসময় বাধা দিতে গিয়ে আনসার ক্যাম্পের কমান্ডার আলী হোসেন (৫৫) নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ মে) ভোররাত সাড়ে ৩টার দিকে মুচনী রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের শালবাগান আনসার ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত আনসার কমান্ডার আলী হোসেন টাঙ্গাইল জেলার শফিপুর এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে টেকনাফ নয়াপাড়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের পাশের পাহাড় থেকে সশস্ত্র একটি ডাকাতদল ক্যাম্পের ‘সিওডি ব্লক’ এর কাছের শাল বাগান আনসার ক্যাম্পে হামলা চালায়। এসময় দায়িত্বরত আনসার সদস্য আলী হোসেন ও অন্য আনসার সদস্য আলমগীর হোসেন কয়েকজন ডাকাতকে চিনে ফেলেন। এ কারণে এক পর্যায়ে ডাকাতেরা ক্ষুব্ধ হয়ে আলী হোসেনের ওপর হামলা চালায়। এসময় স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ডাকাতরা আনসার ব্যারাক থেকে ৫টি চায়না রাইফেল, ২টি এসএমজি, ৪টি শর্টগান ও ৬৭০ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ নয়াপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ আবুল কাশেম দি প্রমিনেন্টকে জানান, মুচনী ক্যাম্প পাহাড়ের সি ও ডি ব্লকে অবস্থিত শালবাগান আনসার ক্যাম্পে সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। এসময় ক্যাম্পের দায়িত্বরত কমান্ডার আলী হোসেন গুরুতর আহত হন। এছাড়াও তারা আনসার ব্যারাক থেকে ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট করেছে।
এদিকে জড়িত ডাকাতদলকে ধরতে ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথের নেতৃত্বে অতিরিক্ত সংখ্যক পুলিশ। পুলিশ সুপার শ্যামল কুমার নাথ দি প্রমিনেন্টকে জানান, মুচনী রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে রয়েছে পাহাড়ে ডাকাত দলের আস্তানা রয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। এর প্রেক্ষিতে ওই আস্তানা লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে।