ডিজিটাল ওয়ার্ল্ড প্রদর্শনী শুরু ১৯ অক্টোবর

ডিজিটাল ওয়ার্ল্ড প্রদর্শনী শুরু ১৯ অক্টোবর

  • নিউজ ডেস্ক

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশ ও সংশ্লিষ্ট খাতের প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য রাজধানীতে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ নামে প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১৯ থেকে ২১ অক্টোবর এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আজ সোমবার ডিজিটাল ওয়ার্ল্ড, ২০১৬-এর উপদেষ্টা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ডিজিটাল ওয়ার্ল্ড এক্সপোর উপদেষ্টা কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, ভিশন ২০২১-এর লক্ষ্য অর্জন, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা প্রদর্শন ও তথ্যপ্রযুক্তির অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশ ও সংশ্লিষ্ট খাতের প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ডিজিটাল ওয়ার্ল্ড প্রদর্শনীর অনুষ্ঠিত হবে। এতে সফটওয়্যার শোকেসিং, ই-গভর্নেন্স এক্সপোজিশন, মোবাইল ইনোভেশন, ই-কমার্স এক্সপো ও স্টার্ট আপ জোন প্রদর্শনী হবে। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট ১২টি সেমিনার অনুষ্ঠিত হবে। মেগা কনফারেন্স হবে তিনটি। এ ছাড়া মিনিস্ট্রিয়াল ও ডেভেলপমেন্ট পার্টনার্স, আইসিটি ক্যারিয়ার ক্যাম্প ও আইসিটি এডুকেশন সম্মেলন হবে। এই প্রদর্শনীতে তিন লাখ দর্শনার্থী উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে।favicon59

Sharing is caring!

Leave a Comment