টপ টেন মেধাবী পেলেন জেসিআই পুরস্কার

টপ টেন মেধাবী পেলেন জেসিআই পুরস্কার

  • নিউজ ডেস্ক

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশের ১০ মেধাবী তরুণ-তরুণীকে পুরস্কৃত করেছে।
রাজধানীর র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গত শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধান অতিথি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এবার বিভিন্ন খাতে অবদানের জন্য যাঁরা জেসিআই পুরস্কার পেলেন তাঁরা হলেন এন্ট্রাপ্রেনিউরিয়াল অ্যাকমপ্লিশমেন্টে হেদায়েতুল্লাহ ও ইমরান করিম; মেডিকেল ইনোভেশনে এস এম সাইফুর রহমান; ব্যক্তিগত অ্যাকমপ্লিশমেন্টে শামিম কবির; কালচারাল এচিভমেন্টে তাহসান রহামান খান; রাজনৈতিক নেতৃত্বে এমপি রাজী মোহাম্মদ ফখরুল; নৈতিক নেতৃত্বে নাফিসা কামাল; প্রযুক্তিগত উন্নয়নে সৈয়দা কামরুন নাহার আহমেদ ও মেহেদি হাসান খান এবং ভলান্টারি নেতৃত্বে জি সুমদানি ডন। এ নিয়ে জেসিআই তৃতীয়বারের মতো ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসন অ্যাওয়ার্ড’ (টিওওয়াইপি) নামের এ পুরস্কার দিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের সভাপতি সাখাওয়াত হোসেন মামুন, ২০১৬ সালের ‘টিওওয়াইপি’র জুরি কমিটির চেয়ারম্যান ওয়াকার চৌধুরী, কোষাধ্যক্ষ ও ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ইরফান ইসলাম প্রমুখ।

সূত্র: প্রথম আলোfavicon59-4

Sharing is caring!

Leave a Comment