এইউএপি’র সম্মেলনে মূলপ্রবন্ধ উপস্থাপন করলেন ড. মো. সবুর খান
- নিউজ ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশন অব দি ইউনিভার্সিটিস অব এশিয়া অ্যান্ড প্যাসিফিক (এইউএপি)-এর ভাইস প্রেসিডেন্ট (দ্বিতীয়) ড. মো. সবুর খান গতকাল ১১ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত এইউএপির বার্ষিক সম্মেলনে ‘নিরাপদ বিশ্বের জন্য পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেছেন। প্রবন্ধ উপস্থাপন সভায় সভাপতিত্ব করেন ফিলিপাইনের অ্যাডামসন ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ড. ক্যাথেরিন কাস্তানেদা।
উল্লেখ্য, ‘ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন : দ্য চ্যালেঞ্জিং রোল অব হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস’ প্রতিপাদ্যকে সামনে রেখে এইউএপির বার্ষিক সম্মেলন ১০-১৪ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে। থাইল্যান্ডের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় নারিসুয়ান ইউনিভার্সিটির আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া ও আফ্রিকার ১৫টি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাহী কর্মকর্তা ও শিক্ষাবিদরা অংশ নিয়েছেন। সম্মেলনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চীন,কঙ্গো, সুদান ও সিঙ্গাপুরের ৪টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধে ড. মো. সবুর খান জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তিকে কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন। একইসঙ্গে পরিবেশ রক্ষায় বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে অবদান রাখতে পারে, কোর্স কারিকুলাম কীভাবে ঢেলে সাজাতে হবে সেসব বিষয়েও আলোচনা করেন ড্যাফোডিল চেয়ারম্যান। এ সময় তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদাহরণ দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়টি এসডিজির লক্ষ্যপূরণে ইতিমধ্যে বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে। একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার স্বার্থে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এসডিজির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে বলে জানান তিনি।