বিডিজবস-রাওয়া ক্যারিয়ার ফেস্টিভ্যাল শুরু ১৩ নভেম্বর
- নিউজ ডেস্ক
চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যে সেতুবন্ধ গড়তে ১৩ ও ১৪ নভেম্বর রাজধানীর মহাখালী ডিওএইচএস-সংলগ্ন রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে ক্যারিয়ার ফেস্টিভ্যাল। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া ও শীর্ষস্থানীয় চাকরির ওয়েবসাইট বিডিজবস ডটকম যৌথভাবে এ ফেস্টিভ্যালের আয়োজন করেছে। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ আয়োজন সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে রাওয়ার চেয়ারম্যান মেজর (অব.) তানিম হাসান ও বিডিজবস ডটকমের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা প্রকাশ রায় চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এতে জানানো হয়, বিডিজবস ডটকম প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তাদের নিজ নিজ ক্যাম্পাসে ক্যারিয়ার ফেস্টিভ্যাল আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় বিশেষ করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য এ ফেস্টিভ্যালের আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এতে সাধারণ চাকরিপ্রত্যাশীরাও অংশগ্রহণ করতে পারবেন।
এতে জানানো হয়, পঞ্চাশোর্ধ শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান দেড় শতাধিক চাকরির অফার নিয়ে এ ক্যারিয়ার ফেস্টিভ্যালে অংশ নেবে। দুই দিনব্যাপী এ ফেস্টিভ্যালের প্রথম দিনে (১৩ নভেম্বর) চাকরিপ্রত্যাশীরা সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে তাদের জীবনবৃত্তান্ত জমা দিতে পারবে। আর দ্বিতীয় দিনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ গ্রহণ করবে। চাকরি মেলার পাশাপাশি নিয়োগ ও আবেদন প্রক্রিয়ার বিভিন্ন বিষয়ের
ওপর দিনব্যাপী বিভিন্ন কর্মশালা ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ ।