লায়ন হাসপাতালে বিশেষ ডিসকাউন্ট পাবেন প্রবীণরা
- নিউজ ডেস্ক
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন হাসপাতালে প্রবীণদের সেবা প্রদান বিষয়ে বিশেষ ডিসকাউন্ট ও সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন ও অল বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি’র মধ্যে গতকাল ২০ নভেম্বর লায়ন্স টাওয়ারের লায়ন হুমায়ূন জহির মিলনায়তনে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী অস্বচ্ছল ও মধ্যবিত্ত শ্রেণীর ষাটোর্ধ্ব প্রবীণরা লায়ন্স হাসপাতালে বিদ্যমান নিরাপদ ও ঝুঁকিমুক্ত সবধরনের সেবায় বিশেষ আর্থিক ডিসকাউন্ট সুবিধা, প্রয়োজনীয় এটেন্ডেন্ট/গাইড অথবা প্রয়োজনমত হুইল চেয়ার সুবিধাসহ ১৭টি বিষয়ে সুবিধা পাবেন। অল বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. ফজলুল হক ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের উদ্বোধন করেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের গুড উইল এম্বাসেডর ও আন্তর্জাতিক পরিচালক (২০১৮-২০২১) ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান লায়ন আকরাম উদ্দিন আহমেদ, ডিএমজে এফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জনাব মো. আলী নূর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক শেখ কবীর হোসেন, পিএমজেএফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি’র চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান ও গ্যাট এরিয়া লিডার নাজমুল হক, এম জে এফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের গুড উইল এম্বাসেডর ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম রেজাউল হক, এমজেএফ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অল বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি’র উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাস ও পৃষ্ঠপোষক প্রফেসর ড. সরকার এ নাঈম এবং বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান আজাদ, এমজেএফ ও এস এম হাফিজ আল আসাদ, পিএমজেএফ।
অনুষ্ঠানে বক্তারা সিনিয়র সিটিজেনদের কল্যাণে স্বাক্ষরিত এই স্মারকের ভূয়সী প্রশংসা করে এটিকে একটি মাইল ফলক হিসেবে আথ্যায়িত করেন। স্বাক্ষরিত এই সমঝোতা যাতে যথাযথভাবে বাস্তবায়ন করা হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুষ্ঠানে আহ্বান জানানো হয়।