ব্রাহ্মণবাড়িয়ায় জমি চাষকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় জমি চাষকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

দি প্রমিনেন্ট ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার পূর্বশত্রুতার জের ধরে সৃষ্ট সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহত ১৪ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার বিজয়নগর উপজেলার লক্ষ্মীমোড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, জমিতে চাষ দেওয়াকে কেন্দ্র করে সকালে লক্ষ্মীমোড়া গ্রামের আবু সাঈদ এবং একই এলাকার জাহের আলীর লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামবাসি আরও জানায়, দুই পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ চলতে থাকে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল পাশা সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। . . . এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।” favicon

Sharing is caring!

Leave a Comment