বিটিভিকে সুপারিশ

বিটিভিকে সুপারিশ

নিউজ ডেস্ক: মানসম্মত অনুষ্ঠান তৈরির মাধ্যমে বিটিভিকে সবার কাছে গ্রহণযোগ্য চ্যানেলে পরিণত করার সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির আহ্বায়ক এ কে এম রহমতুল্লাহ এতে সভাপতিত্ব করেন। এছাড়াও বৈঠকে কমিটির সদস্য সুকুমার রঞ্জন ঘোষ ও সিমিন হোসেন (রিমি) উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মানসম্মত অনুষ্ঠান তৈরির মাধ্যমে বিটিভিকে সবার কাছে গ্রহণযোগ্য করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ এবং প্রতি জেলাতে নিজস্ব প্রতিনিধি নিয়োগ প্রদানের বিষয়ে সুপারিশ করা হয়। উক্ত বৈঠকে বিটিভির সার্বিক উন্নয়ন এবং সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

কমিটি বিটিভির অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জনবল বৃদ্ধির লক্ষ্যে বিদ্যমান নিয়োগ প্রক্রিয়া সংশোধনের সুপারিশ করে। বৈঠকে বিটিভির মহাপরিচালকসহ তথ্য মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  favicon

Sharing is caring!

Leave a Comment