ফ্রিল্যান্সার সম্মেলন ৮ ডিসেম্বর

ফ্রিল্যান্সার সম্মেলন ৮ ডিসেম্বর

নিউজ ডেস্ক: আগামী ৮ ডিসেম্বর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে ফ্রিল্যান্সারদের সম্মেলন। আয়োজক প্রতিষ্ঠান হিসেবে থাকবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি (ডিআইএ)। এই সম্মেলনে ফ্রিল্যান্সারদের জন্য থাকবে একাধিক কারিগরি অধিবেশন। ফ্রিল্যান্সাররা কীভাবে নিজেদের দক্ষতা বাড়াবেন, বিশেষ কৌশল প্রয়োগ করবেন এবং পেশাগত সমস্যার সমাধান করতে পারবেন, সে বিষয়গুলো নিয়ে এই সম্মেলনে আলোচনা করা হবে।

গতকাল সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ফ্রিল্যান্সার সম্মেলনের আহ্বায়ক মো. নূরুজ্জামান এসব তথ্য তুলে ধরেন। এছাড়াও উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশি অনলাইন মার্কেটপ্লেস বিল্যান্সারের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলম এবং ডিআইএর উপপরিচালক মো. সারোয়ার হোসেন মোল্লা। সম্মেলনে যোগ দিতে আগ্রহী যে কেউ নিবন্ধন করতে পারবেন। বিনা মূল্যেই অংশ নেওয়া যাবে এ সম্মেলনে। নিবন্ধনের শেষ তারিখ আগামী ৪ ডিসেম্বর। বিস্তারিত: www.daffodil.ac/freelancer_meet.

Sharing is caring!

Leave a Comment