সহসা সরবে না শীত

সহসা সরবে না শীত

নিউজ ডেস্ক : সহসাই শীত কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও অন্ত দুই থেতে তিন দিন মৃদু শৈতপ্রবাহ অব্যাহত থাকবে। আজ আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।favicon

Sharing is caring!

Leave a Comment