শান্তি কামনায় শেষ ইজতেমার প্রথম পর্ব

শান্তি কামনায় শেষ ইজতেমার প্রথম পর্ব

নিউজ ডেস্ক : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ (১০ জানুয়ারি)সকাল ১১টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় সাড়ে ১১টার দিকে। মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা মুহাম্মদ সা’দ।

আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও ইসলামী দেশগুলোর কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিরা ইজতেমা ময়দানে বিশেষ মঞ্চে মোনাজাতে অংশ নেন। এবার রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে আখেরি মোনাজাতে অংশ নেন।

টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে গত বৃহস্পতিবার পর্যন্ত প্রায় তিন হাজার বিদেশি মেহমানসহ কয়েক লাখ মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে দুই বর্গ কিলোমিটার আয়তনের বিশাল শামিয়ানার নিচে আশ্রয় নেন।

দুই ভাগে বিভক্ত এবারের ইজতেমার প্রথম পর্বে ১৬ জেলার মুসল্লিরা অংশ নেন। প্রথম পর্ব শেষ হওয়ার পর চার দিন বিরতি দিয়ে বিশ্ব ইজতেমার শেষ পর্বের কার্যক্রম শুরু হবে ১৫ জানুয়ারি শুক্রবার থেকে।favicon5

Sharing is caring!

Leave a Comment