বিভিন্ন স্থানে মৃদু শৈত্য প্রবাহ

বিভিন্ন স্থানে মৃদু শৈত্য প্রবাহ

নিউজ ডেস্ক : শ্রীমঙ্গল, দিনাজপুর, নীলফামারী ও কুড়িগ্রাম অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বরাতে এ কথা জানিয়েছে বাসস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। favicon5

Sharing is caring!

Leave a Comment