ফেসবুকে ভোর রাতের ভূমিকম্প

ফেসবুকে ভোর রাতের ভূমিকম্প

নিউজ ডেস্ক : আজ (৪ জানুয়ারি) ভোর ৫টায় ঢাকাসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর রাজ্যে।

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঘুমন্ত মানুষরা জেগে ওঠে। এরপর ভূমিকম্প থেমে গেলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শুরু হয় ভূমিকম্প পরবর্তী আলোচনা-সমালোচনা। ভূমিকম্প নিয়ে ফেসবুকে দেওয়া সেসব স্টাটাসে যেমন ছিল ভয়, তেমন ছিল কৌতুক।

Moinulকথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের তাঁর ফেসবুক ওয়ালে বেশ মজা করে লেখেন, ‘অনেকদিন পর দোলনায় ওঠার সুযোগ পেলাম।’

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ইংরেজিতে দেওয়া এক স্টাটাসে ‘অবিশ্বাস্য শক্তিশালী ভূমিকম্প অণুভূত হল ঢাকায়। আশা করি সবাই ভাল আছেন’ বলে স্টাটাস শুরু করেন। তিনি কয়েক মাস আগের ভূমিকম্পের কথা স্মরণ করে লেখেন, এটা আমাদের জন্য একটি গুরুতর সতর্ক সংকেত।

sakarবাংলা একাডেমির সাহিত্য পত্রিকা উত্তরাধিকারের সম্পাদক কবি সরকার আমিন তার স্বভাব সুলভ কবিতার ঢঙে লেখেন,

‘তুমি ঘুম ভাঙালে, হে ভূমিকম্প
কাঁপিয়ে দিয়ে গেলে গো যাবার আগে’

কিছুক্ষণ পরই তিনি কবিতার সিরিয়াস অংশটা লিখে ফেলেন,

‘জীবন-খেলার ন্যূনতম বৈশিষ্টই হলো-অনিশ্চয়তা
ভূমিকম্প এই কথা কানে কানে বলে গেছে।’

Salim arnobতরুণ গবেষক, সাংবাদিক সলিম অর্ণব জাতীয় পর্যায়ের বিভেদের কথা টেনে ঠাট্টার ছলে লেখেন, ‘জিয়ে ভূমিকম্প। তোমার কল্যাণে একটা নতুন বাংলাদেশ দেখার সুযোগ হয়েছে। এ সত্যি এক অন্য বাংলাদেশ যেখানে কোনো বিভাজন নাই। জীবন বাঁচানোর দায়ে দৌড়ে পালাতে থাকা মানুষগুলোকে যাই হোক একতাবদ্ধ হতে দেখে ভালো লাগলো।
স্মরণকালের শ্রেষ্ঠ এই ঝাঁকুনির পর মানতে বাধ্য হচ্ছি প্রাণের ভয় একটা জিনিস মাইরি। মাত্র একটা ঝাঁকি আস্তিক-নাস্তিক, কাফের-মুসলমান, আওয়ামীলীগ-বিএনপি-জামাত, মোটা-শুঁটকি, লম্বু-বাঁটকু সবাইকে এক কাতারে নিচে নামাই দিলো।’

তরুন চলচ্চিত্র নির্মাতা  ও কবি মাসুদ পথিক ‘ভূবন মি কম্প’ নামে আস্ত একটা কবিতা পোস্ট করেন তার ফেসবুক ওয়ালে।

masud pathikভূবন মি কম্প
.
ভেতরেই ছিলো সে বহুকাল চুপ বা হৃদ-অনুভবে
দেখো লাভা হয়ে কারো মনের দুধারে ঘি ঝরাবে

অথবা অন্ধকার মাখবে চুম, সময়ের অাঘাত
যৌনতায় কাতরায় ধরা, মাটি হবে মৃত্যু স্নাত
….
থরোথরো, দেহ থরোথরো আর মনে ভয় চড়ে
ঘুমশহরে, দেখো ছোটবড় আমিরা যায় স-নড়ে
….
যদিও একদিন ভূ-রেস রিচুয়ল ভেঙে গাইবে প্রকৃতি
আমিই মহান আমিই প্রকৃত সৃজন, আর অমূল্য নীধি

Capture

চিত্রশিল্পী চারু পিন্টু লেখেন, ‘এই ভোরে ভুমিকম্প!! ভালোই নাচিয়ে দিলো। সবাই ঘর ছাড়লো কিন্তু ফেসবুক ছাড়লো না। এই ভুকম্প আমার হৃদয় থেকে উতপত্তি!!!’ favicon5

Sharing is caring!

Leave a Comment