শেষ হলো বিশ্ব ইজতেমা

শেষ হলো বিশ্ব ইজতেমা

নিউজ ডেস্ক : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আয়োজিত বিশ্ব ইজতেমা। আজ (১৭ জানুয়ারি) বেলা ১১টার কিছু পরে মোনাজাত শুরু হয়। আধঘণ্টার একটু বেশি সময় মোনাজাত চলে।

হেদায়ীত বয়ান শেষে আখেরি মোনাজাত শুরু করেন ভারতের মাওলানা সা’দ। মোনাজাতে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তিকামনা করা হয়। মুসলমানদের ঐক্য কামনা করা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও তিন মুসল্লির মৃত্যু
ইজতেমায় দ্বিতীয় পর্বে অংশ নেওয়া আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বে ছয়জন মুসল্লির মৃত্যু হলো। গতকাল (১৬ জানুয়ারি) রাতে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদরের বাদুতলা এলাকার আব্দুল মাবুদ জোয়ারদার (৫২), জামালপুরের সরিষাবাড়ি থানার চরআদরা এলাকার আব্দুর কাদের (৬০) ও কুমিল্লার মনুহরগঞ্জ থানার নাথেরপেটুয়া এলাকার নূরুল আলম ওরফে নূর হোসেন (৭০) মারা যান। এর আগে গত শুক্রবার রাতে এক মালয়েশীয়সহ তিন মুসল্লির মৃত্যু হয়।

নিরাপত্তা: গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশিদ জানান, মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় পাঁচ হাজারের বেশি পুলিশ নিয়োজিত থাকবে।

টঙ্গীর তুরাগতীরে ৮ জানুয়ারি শুরু হয় ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তিন দিনের প্রথম পর্ব ১০ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এরপর তিন দিনের দ্বিতীয় পর্ব ১৫ জানুয়ারি শুরু হয়।

আগের বছরগুলোতে দুই পর্বের বিশ্ব ইজতেমায় ৩২ জেলা করে ৬৪ জেলার মুসল্লিরা অংশ নিতেন। মুসল্লিদের সংখ্যা বাড়ায় এ বছর থেকে দুই পর্বে ৩২ জেলা এবং পরবর্তী বছর বাকি ৩২ জেলার মুসল্লিরা অংশ নেন।

বিশ্ব ইজতেমায় এ দেশের মুসল্লিরা ছাড়াও ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের প্রায় সব দেশ থেকে তাবলিগ জামাতের সাথিরা অংশ নেন। সমবেত হন লাখ লাখ মুসল্লি।favicon59

Sharing is caring!

Leave a Comment